Wellcome to National Portal
Main Comtent Skiped

Details of Training

প্রতি অর্থ বছরের শুরুতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষন নির্দেশিকা অনুযায়ী নিম্নোক্ত প্রশিক্ষণসমূহ অনুষ্ঠিত হয়ে থাকে। আগ্রহী ভিডিপি সদস্য/ ব্যাক্তিরা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করে প্রশিক্ষণ সংক্রান্ত সকল তথ্য পেতে পারেন। প্রশিক্ষণার্থীদের অবশ্যই শারিরীক মানষিকভাবে সুস্থ হতে হবে।

ক। অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১০ দিন মেয়াদি)।

খ। জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (২১ দিন মেয়াদি)।

গ। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (৭০ দিন মেয়াদি)।

ঘ। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ সমূহঃ- (৭০ দিন মেয়াদি)

           ১) অটোমেকানিক্স

           ২) রেফ্রিজারেটর এ্যান্ড এয়ারকন্ডিশনিং

           ৩) ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

           ৪) মোবাইল ফোন সার্ভিসিং

           ৫) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং

           ৬) ওয়েল্ডিং ৪জি

           ৭) ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং

          ৮) কনস্ট্রাকশন  পেইন্টিং

           ৯) টাইলস সেটিং

          ১০) বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

          ১১) সেলাই ও ফ্যাশন ডিজাইন

          ১২) মটর ড্রাইভিং

ঙ। ওভেন মেশিন অপারেটিং (৬০ দিন মেয়াদি)।

চ।  ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ (০৪ সপ্তাহ মেয়াদি)।

ছ। ফ্রীজ ও এয়ারকন্ডিশনার মেরামত।

জ। সোয়েটার নিটিং (৩০ দিন মেয়াদি)।

ঝ।দুর্যোগ ব্যাবস্থাপনা প্রশিক্ষণ।

ঞ। নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণ।