|
“বিজ্ঞপ্তি”
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আনসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা 2023-2024 খ্রিঃ মোতাবেক আগামী 29/10/2023 খ্রিঃ তারিখ হতে 18/1১/2023 খ্রিঃ পর্যন্ত 21 (একুশ) দিন মেয়াদী 240 জন ভিডিপি সদস্যদের জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-৫ম ধাপ (পুরুষ) নোয়াখালী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে নোয়াখালী জেলার নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে আগামী 26/10/2023 খ্রিঃ তারিখ সকাল 10.00 ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, নোয়াখালী প্রশিক্ষণ মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
প্রশিক্ষণার্থীর যোগ্যতাঃ
১। ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য। কমপক্ষে 8ম শ্রেণি পাশ। তদূর্দ্ধদের অগ্রাধিকার দেয়া হবে।
২। বয়স 18 হতে 30 বছর। সুস্বাস্থ্যের অধিকারী ও অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩। স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে।
৪। এলাকায় সুনামের অধিকারী হতে হবে।
৫। সাজাপ্রাপ্ত/দন্ডিত ও মামলায় জড়িত ব্যক্তিকে প্রশিক্ষণার্থী হিসেবে বাছাই করা হবে না।
6। যারা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন এবং নিজ এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তাদেরকে প্রশিক্ষণার্থী হিসেবে বাছাই করা হবে।
7। উপজেলার প্রতি ইউনিয়ন হতে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে।
যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবেঃ
১। শিক্ষাগত যোগ্যতার সনদ
২। জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক প্রত্যয়নপত্র
৩। পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
প্রশিক্ষণ পরবর্তী সুযোগ সুবিধাঃ-
১। প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যগণ বাংলাদেশ সরকারের 3য় ও ৪র্থ শ্রেণীর চাকুরীতে ১০% কোটা প্রাপ্য হবেন।
২। বাংলাদেশ আনসার বাহিনীতে সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার নিয়োগে অগ্রাধিকার পাবেন।
৩। নিজ নিজ উপজেলায় ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ড দলনেতা, আনসার কমান্ডার হিসাবে নিয়োগ লাভের সুযোগ।
৪। পূজা ও নির্বাচনকালীন সময়ে কমান্ডারের দায়িত্ব পালনের সুযোগ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস