গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
জেলা কমান্ড্যান্টের কার্যালয়, নোয়াখালী।
www.ansarvdp.noakhali.gov.bd
স্মারক নং-৪৪.০৩.৭৫০০.০০1.০0.০7.03.২4- তারিখ :- |
05 অগ্রহায়ন ১৪৩1 বঙ্গাব্দ। |
20 নভেম্বর ২০২4 খ্রিস্টাব্দ। |
“বিজ্ঞপ্তি”
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নোয়াখালীর আওতাধীন আঞ্চলিক পণ্যাগার, পরিবার পরিকল্পনা, নোয়াখালী ও উপজেলা পরিবার পরিকল্পনা গুদাম, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ ও হাতিয়া, নোয়াখালীর সার্বিক নিরাপত্তায় মোতায়েনের নিমিত্তে বাংলাদেশ আনসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নোয়াখালীর 21 দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের প্যানেল প্রস্তুত করার লক্ষে আগামী 28/11/2024 খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 10.00 ঘটিকার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, নোয়াখালী প্রশিক্ষণ মাঠে বাছাই এর পরিকল্পনা করা হয়েছে। উক্ত তারিখ ও সময়ে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
যোগ্যতাঃ
ক। প্রশিক্ষণ : 21 দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
খ। বয়স : বয়স 18 হতে 30 বছর। সুস্বাস্থ্যের অধিকারী ও অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
গ। শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম 8ম শ্রেণী পাস। এসএসসি ও তদূর্ধ্বদের অগ্রাধিকার দেয়া হবে।
ঘ। উচ্চতা : সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি।
ঙ। বুকের মাপ : 31/32 ইঞ্চি।
চ। দৃষ্টি শক্তি : 6/6
যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবেঃ
ক। শিক্ষাগত যোগ্যতার সনদ
খ। জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড
গ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র।
ঘ। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক চারিত্রিক প্রত্যয়নপত্র।
ঙ। প্রশিক্ষণ সনদপত্র।
চ। রক্তের গ্রুপের প্রত্যায়নপত্র এবং শরীরিক যোগ্যতার স্বপক্ষে চিকিৎসকের সনদপত্র।
ছ। পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
উপরোল্লিখিত সকল দলিলপত্রের মূলকপি তালিকাভূক্তির সময় নির্বাচন কমিটির নিকট উপস্থাপন করতঃ দলিলপত্রের মূল কপি প্রার্থী নিজে সংরক্ষণ করবেন এবং সেগুলোর সত্যায়িত ফটোকপি নির্বাচন কমিটিকে হস্তান্তর করবেন।
পরবর্তী সুযোগ সুবিধাঃ-
ক। সর্বোচ্চ 01 (এক) বছরের জন্য মোতায়েন করা হবে।
খ। মোতায়েন হলে মাসিক ভাতা ও বছরে 02 (দুই) টি উৎসব ভাতা প্রাপ্য হবেন।
গ। ভর্তুকি মূল্যে রেশন প্রদান করা হবে এবং বছরে 30 (ত্রিশ) দিন ছুটি প্রাপ্য হবেন।
ঙ। কর্তব্যরত অবস্থায় মৃর্ত্যুবরণ করলে অথবা স্থায়ী পঙ্গুত্ববরণ করলে আর্থিক সহয়তা করা হবে।
মোঃ সুজন মিয়া
বিএভি 120227
জেলা কমান্ড্যান্ট
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নোয়াখালী।
ই-মেইল-dcansarnoakhali@gmail.com
মোবাইল নম্বর-01730-038078
স্মারক নং-৪৪.০৩.৭৫০০.০০1.০0.০7.03.২4- তারিখ :- |
05 অগ্রহায়ন ১৪৩1 বঙ্গাব্দ। |
20 নভেম্বর ২০২4 খ্রিস্টাব্দ। |
অনুলিপি :- (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)
১। উপ-মহাপরিচালক (প্রশাসন/অপারেশন্সপ্রশিক্ষণ) - সদয় অবগতির জন্য।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা।
২। পরিচালক - -ঐ-
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা।
৩। প্রশিক্ষণ/অঙ্গীভূতকরণ শাখা - অবগতির জন্য।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা।
৪। জেলা তথ্য অফিসার, নোয়াখালী - ব্যাপক প্রচারের জন্য অনুরোধ করা হলো।
৫। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা - অবহিতকরণ এবং নোটিশ বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের .............................., নোয়াখালী। জন্য বলা হলো।
৬। কন্ট্রোলরুম/কম্পিউটার ল্যাব - পত্রটি অত্র দপ্তরের ওয়েবসাইটে প্রচারের জন্য।
আনসার ও ভিডিপি, নোয়াখালী।
৭। অফিস কপি।
জেলা কমান্ড্যান্ট
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নোয়াখালী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস